কেউ নিখুঁত নয়, সম্পর্কের উত্তর এখানেই
একজন মানুষের সাথে থাকবেন সারা জীবন। এই লম্বা সময়ে দুজনের সমস্যা হতেই পারে। কোনো সমস্যা হবে এমনটা নয়। তাই টুকটাক সমস্যাকে বড় করে না দেখে সমস্যা হওয়ার পরও আপনি সুন্দরভাবে জীবন চালিয়ে নিতে প্রস্তুত কিনা তা দেখতে হবে।
কোনো একটি কঠিন সমস্যায় একে ওপরের প্রতি সম্মান রেখে এবং রাগ হলেও নিয়ন্ত্রণ করে কথা বলতে পারেন?
** হতে পারে ঝগড়া করার সময় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন।
আপনারা কি একে অপরের উদ্বেগের কথা শোনেন এবং প্রতিরক্ষামূলকতা আচরণের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন?
** এই অবস্থায় কোনো কথা বলার আগে অন্তত ১০ সেকেন্ড ভেবে কথা বলাই উত্তম। এমনভাবে বলতে হবে যাতে ঝগড়া না বেড়ে একটি গঠনমূলক তর্কের দিকে এগিয়ে যায়।
আপনারা দুজন কী সমস্যার মুখোমুখি হতে চান? যেকোনো অবস্থায় নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন? (অবশ্যই পরিবর্তনটা নিজেদের ভালোর জন্য)
** কেউ নিখুঁত হয় না। তাই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনে নিজেকে একটু পরিবর্তন করা যেতেই পারে। অবশ্যই সেটা দুজনকেই করতে হবে।
মন খারাপ হলে এক অপরকে জানান বা সম্পর্কের উন্নতির জন্য কিছু প্রয়োজন হলে বলেন?
** দুজনের মনের কথা দুজনকে জানার চেষ্টা করতে হবে।
ওপরের কোনো একটি প্রশ্নের উত্তর যদি হয় ‘না’ তাহলে আপনারা কি ওই বিষয়গুলো শিখতে আগ্রহী?
এসব প্রশ্নের উত্তর বিশ্লেষণে আশা করি পরিষ্কার চিন্তা বেরিয়ে আসবে এবং সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে।