ধূমপান না করলেই আরো ৬ দিন !
ধূমপান বন্ধে অভিনব এই সিদ্ধান্তটি নিয়েছে রাজধানী টোকিওভিত্তিক কোম্পানি পিয়ালা ইনকরপোরেশন। তবে শখ করে নয় বাধ্য হয়েই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বহুতল ভবনের ২৯ তলায় অফিস হওয়ায় কোন কর্মী ধূমপান করতে চাইলে তাকে নিচে নামতে হয়। তাই যখন ১৫ থেকে ২০ মিনিটের ধূমপান বিরতি চলে তখন কাজ সামাল দিতে হয় অধূমপায়ী কর্মীদের। তাদের প্রশংসিত করতেই এই ব্যবস্থা।
কোম্পানির মুখপাত্র হিরতাকা মাতসুশিমা বলেন, তাদের প্রতিষ্ঠানের একজন অধূমপায়ী কর্মীর মাথায় প্রথম এই বুদ্ধিটা আসে। চলতি বছরের শুরুতে তিনি কোম্পানির ‘আইডিয়া বক্সের’ মাধ্যমে এই পরামর্শ দেন। তিনি চিরকুটে ধূমপান বিরতির সময় কাজে বিঘ্ন ঘটার কথা জানালে তার পরামর্শ বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।