হাসিনাকে পেতে মরিয়া ইউনুস সরকার এবার চরম সিধান্তে
কলকাতা টাইমস :
দেশে অরাজক পরিস্থিতির জেরে তিনমাস ধরে ভারতের রাজনৈতিক আশ্রয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন আস্তানা থেকেই তিনি বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে মাঝেমধ্যে বক্তব্য রাখছেন। তাঁকে দেশে ফিরিয়ে বিচারের পক্ষে আগেই সওয়াল করেছিল নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এবার গদিচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করতে চলেছে ইউনুস সরকার। শুধু তাই নয়, আওয়ামি লিগের সমস্ত পলাতক নেতাদের বিরুদ্ধেই এই নোটিস জারি করা হবে। রবিবার ঢাকায় একথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রবিবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ড. আসিফ নজরুল একথা জানান। আইন উপদেষ্টার কথায়, ”আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেওয়া আওয়ামি লিগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না। দেশের মর্যাদা ক্ষুন্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামি লিগ। অভিযোগটি কোনওভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।” আসিফ নজরুল আরও বলেন, ”এটা কোনও মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লেখে জানানো। এটা পৃথিবীর যে কোনও মানুষ করতে পারে। এটা এতই অবিশ্বাস্য ও হীনতামূলক মামলা কোনওভাবেই এটার রিট হওয়ার কারণ নাই।