একদিনেই বিনিয়োগকারীদের ১ লক্ষ কোটি টাকা গায়েব শেয়ার বাজার থেকে!
কলকাতা টাইমসঃ
ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক ধ্বস। সেনসেক্স ও নিফটির অস্বাভাবিক পতনের ফলে এই ঘটনা ঘটেছে। সোমবার শেয়ারবাজারে একদিনেই বিনিয়োগকারীদের এক লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে। সোমবার সেনসেক্সের সূচক ৫০৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৩৭,৫৮৫ পয়েন্টে। আর নিফটি’র সূচক ১৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১১,৩৭৭ পয়েন্ট। দিনের শুরুতে বাজার উর্দ্ধমুখী থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। এদিকে বিনিয়োগকারীরা পতনের জন্য টাকার দাম কমে যাওয়া ও জ্বালানির মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন।
অন্যদিকে টাকার দামের পতন অব্যাহত রয়েছে। সোমবার দিনের শুরুতেই টাকার দাম পড়ে যায় ৮১ পয়সা। ডলারের বিনিময়ে ভারতীয় টাকার মূল্য দাঁড়ায় ৭২.৬৫। এর আগে গত ১০ সেপ্টেম্বর রেকর্ড পতন হয়েছিল টাকার। সে দিন টাকার দাম দাঁড়িয়েছিল ৭২.৬৭। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাণিজ্যে চীন-আমেরিকার বাণিজ্যযুদ্ধ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।