প্রতারক স্ত্রী বা স্বামীকে ধরার কাজও করে আইফোন ৪ এস !
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :ব্যাপারটি সত্যিই ! আইফোন ৪এস ব্যবহার করে এক স্বামী তার প্রতারক স্ত্রীর পরকীয়া ধরে ফেলেছে। নিউইয়র্কের এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক বিয়ের পর থেকেই তার স্ত্রীর প্রতি সন্দিহান ছিলেন। আইফোনে একটি অ্যাপ্লিকেশন আছে “Find My Friends”। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কোন ব্যক্তিকে খুব সহজেই অনুসরণ করা যায়।ধরা যাক, এই ব্যক্তির নাম থমাস। থমাস একটি আইফোন ৪এস কিনে সেটিতে “Find My Friends” অ্যাপ্লিকেশনটি লোড করে তার স্ত্রীকে উপহার দেয়। তারপরে একদিন তার স্ত্রী তাকে বান্ধবীর বাড়ি ইস্ট ভিলেজে যাওয়ার কথা বলে বাইরে যায়। কিন্তু থামাসের সন্দেহ ছিল যে, তার স্ত্রী আসলে ইস্ট ভিলেজে যায় না, তার স্ত্রী যায় আপটাউনে। পরে থামাসের কথাই সত্য হল। আইফোনের অ্যাপ্লিকেশনের বদৌলতে জানা গেল যে, তার স্ত্রী আসলে ইস্ট ভিলেজ নয়, আপটাউন গার্ল !! তারপরে আর কী? রাগে-কষ্টে-দুঃখে যথারীতি ডিভোর্স। তবে প্রমাণ হিসেবে থামাস কিছু স্ক্রিন শট-ও রেখে গিয়েছিল।