January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভারতে আইফোন ফ্যাক্টরিতে ভাঙচুর, আগুন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বেঙ্গালুরুতে তাইওয়ানের আইফোন প্রস্তুতকারক সংস্থা উইস্ট্রন কর্পোরেশনের কারখানায় ব্যাপক ভাঙচুর চালালো সেখানকার কর্মীরা .আজ শনিবার সন্ধ্যায় এই তান্ডব চালানো হয় বলে খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে, প্রায় ২ হাজার কর্মচারী কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে বিক্ষোভরত কর্মীরা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্মীদের অভিযোগ, কর্মরত ইঞ্জিনয়ারদের কমপক্ষে ২১ হাজার টাকা বেতন দেওয়ার কথা থাকলেও আদতে তাদের দেওয়া হচ্ছে ১২ থেকে ১৬ হাজার টাকা। বাকিদের ৮ হাজার বা তারও কম টাকা দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ আজ শনিবার বিস্ফোরিত আকার নেয় বলে জানা গেছে। বেঙ্গালুরুর নারাসাপুরায় ৪৩ একর জমির উপর প্রায় ১০ হাজার কর্মী কাজ করেন এই কারখানায়।

Related Posts

Leave a Reply