November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

দুঁদে আইপিএস অফিসারের মামলা, তাই আইপিএলের আকাশে সিঁদুরে মেঘ 

[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ
ম্যাচ গড়াপেটায় বিসিসিআইয়ের যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আইপিএল স্থগিত থাকুক। মাদ্রাজ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে এমনই আর্জি জানিয়েছেন সিনিয়র আইপিএস অফিসার জি সমপথ কুমার। চেন্নাইয়ের অফিসার এই সমপথ কুমারই আইপিএলে ম্যাচ গড়াপেটার খবর প্রকাশ্যে আনেন। উল্টে ২০১৩ সালে  ম্যাচ গড়াপেটায় বুকিদের সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিযোগে তামিলনাড়ু পুলিসের ‘কিউ’ ব্রাঞ্চের এসপি পদ থেকে অপসারিত হতে হয় সমপথকে। পরে অবশ্য, তাঁর বিরুদ্ধে সমস্ত মামলাই খারিজ হয়ে যায়।
মাদ্রাজ হাইকোর্টের কাছে সমপথ কুমার আবেদন করেছেন, নয়া মরসুম শুরুর আগে ম্যাচ গড়াপেটা বিষটির সমাধান করুক বিসিসিআই। তিনি জানিয়েছেন, আইপিএল বন্ধ করার পক্ষে নন, তবে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আইপিএল স্থগিত রাখার পক্ষে সওয়াল করেন সমপথ কুমার।
আগামী কাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মামলার। আর শনিবার থেকেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই-চেন্নাইয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল।

Related Posts

Leave a Reply