১০০ যুদ্ধজাহাজ নিয়ে ব্যাপক সামরিক মহড়া শুরু করলো ইরান !
কলকাতা টাইমসঃ
পারমাণবিক ইস্যুতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক। আমেরিকা জানাচ্ছে, আগামী দিনগুলোর জন্য উপসাগরীয় অঞ্চলে ইরান ব্যাপকভাবে সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। ইরানের বার্ষিক এই মহড়ার ফলে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্কের পারদ নিঃসন্দেহে আরও উর্ধমুখী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেছে, ইরান সামরিক ক্ষেত্রে প্রস্তুতি বাড়াচ্ছে। হরমুজ প্রণালীতেও সামরিক মহড়া বাড়িয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর প্রধান মুখপাত্র বিল আরবান বলেন, আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানের সামরিক প্রস্তুতি বাড়ানোর ব্যাপারে আমরা নজরদারি করছি। আমরা এই বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছি। তিনি আরও বলেন, আমরা আমাদের মিত্রদের সঙ্গে আন্তর্জাতিক জলপথ সুরক্ষায় কাজ করছি। এছাড়া, ইরান প্রায় ১০০ জাহাজ নিয়ে উপসাগরীয় অঞ্চলে মহড়া দিচ্ছে।