হাজার কোটির মার্কিন ড্রোন ধ্বংস করলো ইরান !
কলকাতা টাইমসঃ
সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন। যার নাম আরকিউ-৪ গ্লোবাল হক। জানা যাচ্ছে, বহুমূল্য এই ড্রোনটির দাম প্রায় ১০০০ কোটি টাকা। ইরানের অ্যারোস্পেস বাহিনীর কমান্ডার জেনারেল আমির আলি হাজিজাদেহ জানাচ্ছেন, এই ঘটনায় আমেরিকা তাদের সবচেয়ে অত্যাধুনিক ড্রোন হারিয়েছে।
গ্লোবাল হক নামের ওই ড্রোনের নির্মাতা মার্কিন সংস্থা নরথ্রপ গ্রুম্যান করপোরেশন। বিশেষজ্ঞদের মতে একেকটি গ্লোবাল হকের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা। অনেক উঁচুতে এক টানা ৩০ ঘণ্টা উড়তে সক্ষম গ্লোবাল হক। যেকোনো আবহাওয়ায় নিখুঁত ছবি তুলতে পারে এই ড্রোন।গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বৃহস্পতিবার ভোররাতে জাস্ক জেলার কৌ-ই মোবারক নামক এলাকায় একটি গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডসের মহাকাশ বিষয়ক শাখা।
ড্রোনটিকে ইরানের সীমানার নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ইরানের। অন্যদিকে আমেরিকা বলছে, ড্রোনটিকে আঘাত করার সময় সেটি আন্তর্জাতিক আকাশসীমার মধ্যেই ছিলো। মার্কিন ড্রোন ভূ-পাতিত করার ঘটনায় দুই দেশের মধ্যে বর্তমানে তুমুল উত্তেজনা বিরাজ করছে।