সেনার অধীনে থাকা ১৩০ টি কোম্পানি বন্ধ করে দিচ্ছে ইরান  – KolkataTimes
May 13, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

সেনার অধীনে থাকা ১৩০ টি কোম্পানি বন্ধ করে দিচ্ছে ইরান 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতেমি জানিয়েছেন, তাদের দেশের সামরিক বাহিনীর অধীনে পরিচালিত ১৩০টি কোম্পানি বন্ধ করে দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রী বলেন, বন্ধ করে দেওয়া কোম্পানিগুলো মূলত পরিবহন, জ্বালানি ও পরিকাঠামো নির্মানের কাজ করতো। হাতেমি আরও বলেন, অর্থনৈতিক খাতে সেনাবাহিনীর ভুমিকা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এছাড়া ওয়াগন পার্স ও ইরান এয়ার ট্যুরস নামক দু’টি প্রতিষ্ঠানের শেয়ারও ছেড়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, আগের সরকারগুলোও সেনাবাহিনীর অধীনে পরিচালিত অনেক প্রতিষ্ঠানকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দিয়েছে।

ইরানি প্রতিরক্ষামন্ত্রী জানান, সেনাবাহিনীর অধীনে পরিচালিত কোম্পানিগুলোর মধ্যে ৭২ শতাংশ বেসরকারিকরণের প্রস্তুতি নিয়েছে তারা। এই বছরের জানুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেনাবাহিনীকে অর্থনৈতিক খাত থেকে সরে আসার নির্দেশ দেন, সেই নির্দেশের ফলেই এই পদক্ষেপ নিয়েছে ইরান।

 

Related Posts

Leave a Reply