যুদ্ধরত দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানকে এবার আক্রমণের হুমকি দিলো ইরান
কলকাতা টাইমসঃ
প্রায় ২০ দিন ধরে নিজেদের মধ্যে ভয়াবহ যুদ্ধে মেতেছে আর্মেনিয়া এবং আজারবাইজান। অথচ সেই যুদ্ধরত দেশগুলির গোলাগুলি এসে পড়ছে সরাসরি ইরানের মাটিতে। জানা যাচ্ছে, কেবল বৃহস্পতিবারদিনই ইরানের কোলিবিগলু ও কাদখোদালু গ্রামে ১০ টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষতি হচ্ছে বাড়িঘরের। আহত হতে হচ্ছে সাধারণ ইরানি নাগরিকদের। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ইরানের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে অন্ততপক্ষে ৫০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাঈদ খাতিবজাদে পরিষ্কার ভাবে জানিয়ে দেন, ইরানের মাটিতে গোলাবর্ষণ অব্যাহত থাকলে তেহেরান আর নীরব থাকবে না। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ইরানি নাগরিকদের রক্ষা করতে তারা দায়বদ্ধ বলেও মনে করিয়ে দেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠি দিয়ে সতর্ক করা হয় যুদ্ধরত দুই দেশ আজারবাইজান এবং আর্মেনিয়াকে।