মাত্রা ছাড়াচ্ছে ইরান! ব্রিটেনের মাটিতে বসেই তাদের করা হুঁশিয়ারি !
কলকাতা টাইমসঃ
তবে কি মাত্রা ছাড়াচ্ছে ইরান! এবার ব্রিটেনের মাটিতে বসেই তাদের করা হুঁশিয়ারি দিলো ইরান। ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ লন্ডনকে সতর্ক করে দিয়ে জানাচ্ছেন, ‘উত্তেজনা বাড়াবেন না।’ ব্রিটিশ সরকার ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু করতেই তিনি এই মন্তব্য করেন।
বায়িদিনেজাদ ব্রিটেনকে সতর্ক করার পাশাপাশি ইরানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, তার দেশ সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। বৃটেনের কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, অয়েল ট্যাংকার আটকের প্রতিশোধ নিতে ইরানের বিরুদ্ধেপদক্ষেপ নিতে চলেছে ব্রিটিশ সরকার।