একের পর এক অস্ত্র পরীক্ষায় মেতেছে ইরান!
কলকাতা টাইমসঃ
ইরানের রেভ্যুলিউশনারি গার্ড স্বীকার করে নিলো তারা এই মাসের শুরুতে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের মহড়া দিয়েছে। সম্ভাব্য হুমকির মোকাবিলার জন্যই তাদের এই মহড়া বলে জানিয়েছে রেভ্যুলিউশনারি গার্ড।
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল হাসান খানজাদিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ‘কামান্দ’ মিসাইলের পরীক্ষা উপকূলে এবং সাগরে সফলভাবে সম্পন্ন হয়েছে। ইরানের যুদ্ধজাহাজে এই মিসাইল সিস্টেম সংযোজনের কাজ চলছে।
উল্লেখ্য, পরমাণু চুক্তি ভেঙে দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ইরান। নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র কিনতে না পারলেও ইরান নিজেদের অস্ত্র কর্মসূচির আধুনিকায়ন করে চলেছে যা পশ্চিমাদের অস্ত্রের সমকক্ষ বলেই ধারণা করা হচ্ছে।