করোনা ভাইরাসে আক্রান্ত ইরানের মেয়র

কলকাতা টাইমসঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে চার জনের। আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ জন। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ইরানের এক মেয়র। আজ শনিবার জানানো হয় মুরতজা রহমান জাদেহ নামে তেহরানের ১৩ নম্বর জেলার মেয়র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরানের কোম, তেহরান ও গিলান শহরেই মূলত এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কোমে দীর্ঘদিন ধরে কাজ করা চীনা শ্রমিকদের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সেই অঞ্চলেরই বাসিন্দা এই মেয়র।