প্রযুক্তিগত উৎপাদনে শীর্ষে পৌঁছনোর পথে ইরান
কলকাতা টাইমসঃ
অত্যন্ত দ্রুত অভাবনীয় সব সাফল্যের শিখর স্পর্শ করে চলেছে ইরান। একের পর এক সামরিক অস্ত্রের পর এবার নিজেরাই যাত্রীবাহী এবং সামরিক বিমান উৎপাদনের কর্মযজ্ঞ শুরু করতে চলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই দেশ।
ইরানের অসামরিক বিমান সংস্থার প্রধান তুরাজ দেহকানি জাঙ্গানেহ জানান, আমরা ইতিমধ্যেই সামরিক কার্গো বিমান প্রস্তুতির কাজ শুরু করেছি। এবার আমরা ১০০ আসনের যাত্রীবাহী বিমান প্রস্তুত করার পক্ষে। প্রসঙ্গত, ইরানের কোম্পানিগুলো বিমানের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছে।