মোসাদের পরমাণু অস্ত্রাগার লুঠের ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করলো ইরান
কলকাতা টাইমসঃ
ইরানের পরমাণু তথ্য হাতিয়ে নেওয়ার ইসরাইলি দাবিকে ভিত্তিহীন বলে উল্যেখ করলো ইরানের সরকারি মুখপাত্র মিরইউসেফি। তিনি বলেন, তেহরানের ওপর পশ্চিমি নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার লক্ষ্যে নেতানিয়াহু এই শিশুসুলভ নাটক সাজাচ্ছেন।
ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানের রাজধানী তেহরানের দক্ষিনে অবস্থিত একটি পারমাণবিক কেন্দ্র থেকে বিপুল পরিমাণ গোপন তথ্য চুরি করেছে বলে যে খবর প্রকাশ্যে এসেছে তাকে নিতান্তই হাস্যকর এবং ভুয়া বলে নাকচ করে দিয়েছে তেহরান।
উল্লেখ্য, গত এপ্রিলে নেতানিয়াহু কিছু ছবি, সিডি ও কাগজ টেলিভিশন ক্যামেরার সামনে তুলে ধরে দাবি করেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। নেতানিয়াহু দাবি করেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ইরান বিশ্বকে মিথ্যা বলেছে এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচিকে গোপন রাখার প্রচেষ্টা জোরদার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রও এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে।