ভয়াবহ যুদ্ধ মহড়া শুরু করলো ইরান
কলকাতা টাইমসঃ
ভয়াবহ যুদ্ধ মহড়া শুরু করলো ইরান। দীর্ঘদিন ধরে পরমাণু চুক্তি সংক্রান্ত বিষয়ে আমেরিকার তরফে নানান নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হচ্ছে ইরানকে। এই ঘটনার পর থেকেই নিজেদের সামরিক শক্তির প্রদর্শনের সঙ্গে সঙ্গে মার্র্কিন বিদেশমন্ত্রককে উপযুক্ত জবাব দিতে শুরু করে মধ্যে প্রাচ্যের এই দেশ।
এই সামরিক মহড়ায় ইরানের স্থল, বিমান ও নৌ বাহিনীর র্যাপিড রেসপন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট অংশ গ্রহণ করে। এখানে ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সব সামরিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।
ইরানের সামরিক বাহিনীর উপপ্রধান হাবিবুল্লাহ সাইয়ারি জানান, সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ংকর এবং আধুনিক সামরিক মহড়া চালাচ্ছেন তারা। অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম এই মহড়ায় ব্যবহার করা হচ্ছে বলে জন্য যাচ্ছে।