November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্যারিসে ইরানের দূতাবাসে হামলা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের দূতাবাসে হামলা চালালো দুষ্কৃতীরা। ইরাকে তৎপর কুর্দি সন্ত্রাবাদীদের ওপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানি দূতাবাসে এই হামলা চালানো হয়।

হামলাকারীরা ইরানের পতাকাকে অসম্মান করে এবং দূতাবাস ভবনে পাথরসহ নানা ধরনের বস্তু ছুঁড়ে মারে। এতে ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম হামলাকারীদের ইরানের কুর্দিস্তান কোমালা পার্টির সমর্থক বলে চিহ্নিত করেছে। এই সন্ত্রাসবাদী  গোষ্ঠী ইরাকে অবস্থান করে গত কয়েক দশক ধরে ইরান-বিরোধী নানা তৎপরতা চালিয়ে আসছে।

প্যারিস দূতাবাসে হামলার বিষয়ে ইরান অথবা ফ্রান্সের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। গত শনিবার আইআরজিসি নিশ্চিত করেছিল যে, তারা সাতটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরাক সীমান্তের ভেতরে কুর্দি কমান্ডারদের এক সমাবেশ হামলা চালিয়েছে। আইআরজিসি এও বলেছিল, ইরাকে অবস্থানরত কুর্দি সন্ত্রাসবাদীদের সব ধরনের ক্রিয়াকলাপের ওপর গভীর নজর রাখা হয়।

 

Related Posts

Leave a Reply