ফ্রান্সে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ভয়ে নিজের দেশে ফিরতে নারাজ ইরানের মহিলা বক্সার!
কলকাতা টাইমসঃ
ফ্রান্সে বক্সিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ভয়ে আর নিজের দেশে ফিরতে রাজি নন ইরানি মহিলা বক্সার সাদাফ খাদেম। আজ এক প্রতিযোগিতায় ফরাসি বক্সার এনি চৌভিনকে হারান তিনি। সাদাফ বলেন, তার ধারণা ভেস্ট ও শর্টস পরে বক্সিংএ অংশ নিয়ে সে ইরানের পোশাক পরার বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
শনিবারের প্রতিযোগিতায় খাদেমের পরনে ইরানের জাতীয় পতাকার রং-এর সাথে মিলিয়ে ছিল সবুজ ভেস্ট ও লাল শর্টস এবং সাদা কোমরবন্ধ। যা কিনা পুরো বিশ্বের চোখে স্বাভাবিক হলেও ইরানের কাছে তা অপরাধযোগ্য। খাদেম আশা করেছিলেনে দেশে ফিরে বীরের সম্বর্ধনা পাবেন। কিন্তু প্যারিসের শার্স দ্য গ্যল বিমান বন্দরে এসে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি হয়েছে।ইরানের আইন বলছে ৯ বছরের বেশি বয়সের কোনো মেয়েকে হিজাব পরেই জনসম্মুখে আসতে হবে। অন্যথায় ১০ দিন থেকে দুই মাসের জেল।