January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার পাকিস্তানকে হুমকি ইরানের !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ন্ত্রাসবাদ রুখতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলো ইরান। মঙ্গলবার ইরান পাকিস্তানকে পরিষ্কার করে জানিয়ে দিলো, ভারতের মতো এবার ইরানও পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। ভারত যেভাবে জঙ্গি দমন করছে, সেভাবেই ইরানের মাটি থেকে জঙ্গিদের মুছে ফেলতে বদ্ধপরিকর তাদের সেনাবাহিনী। যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে চর্চা শুরু হয়েছে।

ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কাশিম সোলেমানি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‌পাকিস্তান সরকারের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা কোথায় চলেছেন?‌ পাকিস্তানের সব পড়শি দেশের সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তাদের জঙ্গি সংগঠন। পাকিস্তানের কি আর কোনও পড়শি বাকি আছে, যাদের এই সমস্যা ভোগ করতে হয়নি? পরমাণু অস্ত্র নিয়েও কয়েকশো জঙ্গিকে ধ্বংস করতে পারছে না পাকিস্তান। এটা থেকেই তাদের মনোভাব বোঝা যাচ্ছে।’‌

সূত্রের খবর, ইরানের সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, সীমান্তে জঙ্গি দমনে কড়া ভূমিকা নেওয়ার জন্য। ভারত যেভাবে পাকিস্তানের দিকে না তাকিয়ে নিজেরাই জঙ্গিদের ধ্বংস করছে। একই পদ্ধতি নিতে বলা হয়েছে ইরানের সেনাকে। জঙ্গি দমনে গত কয়েক বছর ধরেই ভারত-ইরান হাত মিলিয়ে কাজ করছে।ইরানের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ইরান-পাকিস্তান সীমান্তে দেওয়াল তুলতে চাইছে ইরান। পাকিস্তান যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে জঙ্গিদের উচিৎ জবাব দেবে ইরান সেনা।

উল্লেখ্য, জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তান সবসময় দাবি করেছে, জঙ্গিদের মদত দেয় না পাকিস্তান। কিন্তু এবার ভারতের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ আনল ইরান। ফলে আরও চাপ বাড়ল ইমরান খানের সরকারের ওপর। কারণ ইরানের অভিযোগের পর পাকিস্তান আন্তর্জাতিক স্তরে আরও কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।  ‌

 

Related Posts

Leave a Reply