পাকিস্তানের মাটিতে কী ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পথে?
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের মাটিতে কী ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পথে? নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডেরও পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোর পর এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল। ওয়ানডে সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে সম্প্রতি নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করে। ইংল্যান্ডও সেই একই পথে হেঁটে সফর বাতিল করে দেয়।
এর কারণ হিসেবে উঠে আসছে, সেদেশের প্রবল রাজনৈতিক অস্থিরতা এবং তালেবানপ্রীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক বর্তমান পাক প্রেসিডেন্ট দেশের পরিস্থিতি পাল্টাতে পারেননি। বরং জঙ্গি মদতের অভিযোগে কূটনৈতিক স্তরে বিশ্বমঞ্চে আরও একঘরে হয়েছে তারা।
২০০৯ সালে পাকিস্তান সফরের সময় শ্রীলঙ্কা টিমের উপর জঙ্গি হামলা হয়েছিল। সেই ঘটনা ক্রিকেটের কালোদিন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। এর পর থেকেই পাকিস্তানের মাটিতে সিরিজে আপত্তি জানায় সমস্ত দেশ। ঘটনা যাই হোক না কেন, পাকিস্তানের ক্রিকেট চরম দুর্ভোগের মুখে পড়েছে, তা নিয়ে সন্দেহ নেই।