January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

খনার বচনেই নাকি টিকটিকি ডাকলে কথা ফলে যায় ! বিশ্বাস করবে কি?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

টিকটিকি৷ শুনলে বা দেখলে ঘিনঘিন করলেও টিকটিকি পড়া নিয়ে নানা জন নানা মতে বিশ্বাসী৷ পিঠে হোক বা পায়ে, হাতে হোক বা মাথায়, রয়েছে বহু ব্যাখ্যা৷ কোনওটাতে হতে পারে আপনি ধনী, কোনওটাতে আবার নিঃস্ব৷ এসব নিয়ে রয়েছে তর্ক-বিতর্কও৷

‘টিকটিকি ডাকলে কথা ফলে যায়’, কেন এমন বলা হয় জানেন? কেউ বিশ্বাসী, কেউবা তার উল্টো৷ আবার কোনও কথার সময় টিকটিকি ডেকে উঠলে তা সত্যি হবে বলেও মনে করেন অনেকেই৷ কিন্তু টিকটিকি নিয়ে এত সব ব্যাখ্যা কেন? কোনওদিন ভেবে দেখেছেন কি টিকটিকির ডাক নিয়ে এত হইচই কিসের?

মনে করা হয়, পূর্বে খনা নাম এক সত্যবাদী মহিলা ছিলেন৷ তিনি জ্যোতিষ গণনা করে যা বলতে তাই নাকি সত্যি প্রমাণিত হত৷ এই খনার শ্বশুর এই জন্যই তার জিভ কেটে দিয়েছিলেন বলে শোনা যায়৷

আর জিভের সেই কাটা অংশ নাকি খেয়ে ফেলেছিল টিকটিকি৷ তাই মনে করা হয় টিকটিকির ডাক শুনলে তা শুভ৷ সে সময় কোনও কথা বললে তা সত্যি প্রমাণিত হওয়ারও সম্ভাবনা থাকে৷ আপনিও মানেন নাকি?

Related Posts

Leave a Reply