January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বম্বে idols তোমার জাত গিয়াছে -রজত

[kodex_post_like_buttons]

।। রজত পাল ।।

।। চিরদিন কাহারও সমান নাহি যায় !! ।।

   Review report সর্বত্র জানিয়েছে একটি অখাদ্য সিনেমা উপহার দিয়েছেন বাদশা, যা নাকি হলে বসে দেখা যায় না । তা শেষ কবে হিট বা মুগ্ধকর সিনেমা করেছেন আমরা ভুলে গেছি । ‘যব হ্যারি মেট সেজল’ নামটি জানেন ? এর আগের সিনেমা । নায়িকা অনুষ্কা, পরিচালকও বিখ্যাত ইমতিয়াজ আলি । এবারও দুই বিখ্যাত নায়িকা, পরিচালকও কিছু হিট দিয়েছেন ।
তা কেন এমন হল ? আসলে যশ চোপড়া, আদিত্য চোপড়া আর করণ জোহর ছাড়া কারও সঙ্গেই কি সেরকম হিট কিছু ছিল কখনও । এক নতুন style এনেছিলেন, কিন্তু সেটা ভেঙে বেরিয়ে আসতে পারলেন কোথায় ?
Matinee Idol না actor কি হতে চাইছেন এখন তা পরিষ্কার নয় মোটেই । ইমেজ ছেড়ে দিব্যি সফল অক্ষয় কুমার । কিন্তু খেয়াল করবেন শাহরুখের মতন সলমনও চলছে না সেরকম । Marketing policy তে লোকসান হচ্ছে না বটে প্রযোজকের, কিন্তু সেই উন্মাদনা কোথায় ? কদিন আগে বচ্চন -আমিরের ‘ঠগস অব হিন্দুস্থান ‘ ও বড়ই ঠকিয়েছে ।
বম্বের হিরো – হিরোইন হয় আম্বানীর মেয়ের বিয়েতে নাচছেন অথবা মোটা টাকা নিয়ে অনেক practice করে আধো আধো বুলিতে ‘ আমি তোমাকে বালোবাসি ‘ বলছেন ।
এমনটা তো দেখতে চাইনি বচ্চন – শাহরুখ দের ।
রনবীর ( দুই) -রা উঠে আসছেন । কম বাজেটের বহু ভালো সিনেমা হচ্ছে । না হলে বাম্পার বাজেটের দক্ষিণী বাহুবলী বা রোবট 1, 0.2 ।
বম্বে idols তোমার জাত গিয়াছে ।।

Related Posts

Leave a Reply