আইএস নেতা সানাউল্লাহ গাফারির কোনো খবর দিলেই মিলবে ৭৫ কোটি টাকা !
কলকাতা টাইমসঃ
আইএস জঙ্গি গোষ্ঠীর আফগান শাখার প্রধান সানাউল্লাহ গাফারির খবর দিলেই মিলবে প্রায় ৭৫ কোটি টাকা। এই পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই কথা ঘোষণা করে। ওয়াশিংটনের মতে, সানাউল্লাহ গাফারি যিনি শাহাব আল-মুহাজির নামেও পরিচিত, ২০২০ সালের জুনে আইএস-কে এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। গত নভেম্বরে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
গত বছরের ২৬ শে আগস্ট ‘কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার’ জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার বা দোষী সাব্যস্ত করতে সহায়তা করবে এমন যেকোন তথ্যের জন্যও এই পুরস্কার দেওয়া হবে। ওই হামলায় ১৩ মার্কিন সৈন্য সহ ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল বলে জানা যায়।