আইএসের সেকেন্ড ইন কমান্ড সামি জসিম আল-জাবুরি গ্রেফতার
কলকাতা টাইমসঃ
আইএসের সেকেন্ড ইন কমান্ড সামি জসিম আল-জাবুরিকে গ্রেফতার করলো ইরাকের গোয়েন্দা বাহিনী। ইরাকের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে। এক টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমি বলেন, ‘ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা দারুন একটি অভিযান চালিয়ে সামি জসিমকে গ্রেফতার করে।’
আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির প্রধান সহকারী জাবুরি বর্তমানে এই জঙ্গি গোষ্ঠীর অর্থনৈতিক সংস্থানের দিকটি দেখাশোনার দায়িত্বে ছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ অক্টোবর সিরিয়াতে মার্কিন অভিযানে নিহত হন বাগদাদি।