November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular অন-এ-প্লেট

বাড়িতে বুদ্ধ মূর্তি আছে নাকি ? ফল কি হবে জানেন

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

শাস্ত্রে বলে সব ধরনের ভগবানের মূর্তি বাড়াতে রাখা চলে না। একই কথার উল্লেখ পাওয়া যায় বাস্তুশাস্ত্রের উপর লেখা একাধিক বইয়েও। তাই তো বলি যারা ইতিমধ্যেই বাড়িতে বুদ্ধ মূর্তি ইনস্টল করে ফেলেছেন বা কেনার কথা ভাবছেন, তাদের একবার এই প্রবন্ধটি পড়তেই হবে। না হলে কিন্তু…! সত্যি কি বুদ্ধি মূর্তি বাড়িতে রাখলে মারাত্মক ক্ষতি হতে পারে? না না একেবারেই না। বরং উল্টো ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে ঠিক ঠিক নিয়ম মেনে যদি বাড়ির বিশেষ কিছু জায়গায় বুদ্ধি মূর্তি রাখতে পারেন, তাহলে বাড়িতে কোনও বিপদ ঘটার আশঙ্কা একেবারে কমে যায়। শুধু তাই নয়, মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন…

১. লিভিং রুমে কী রাখা যেতে পারে? এমনটা বিশ্বাস করা হয় যে লিভিং রুমের যে জায়গা থেকে বাড়ির সদর দরজা দেখা যায়, সেখানে বুদ্ধ মূর্তি রাখলে দারুন উপকার মেলে। এক্ষেত্রে গৃহস্থে খারাপ শক্তির প্রবেশ আটকে যায়, উল্টে পজেটিভ শক্তির ক্ষমতা এতটা বেড়ে যায় যে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা থাকে না বললেই চলে। তবে এক্ষেত্রে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন লিভিং রুমে এমন জায়গায় বুদ্ধ মূর্তিটি রাখতে হবে, যাতে দেবের মুখ বাড়ির সদর দরজার দিকে থাকে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে মূর্তিটি যেন মাটিতে রাখা হয়। আর যদি মাটিতে রাখতে মন না চায়, তাহলে আড়াই ফুট উঁচু টেবিলে রাখতে হবে। তবে মাথায় রাখবেন টেবিলটির উচ্চতা যেন আড়াই ফুটের থেকে বেশি বা কম না হয়। 

২. পড়ার ঘরে: শাস্ত্র মতে যে টেবিলে বসে ছেলে-মেয়েরা পড়াশোনা করেন বা আপনি অফিসের কাজ করে থাকেন, সেখানে বুদ্ধ মূর্তি রাখলে পজেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে কর্মক্ষেত্রে থেকে একাডেমিক, সব ক্ষেত্রেই চরম উন্নতি লাভের আশঙ্কা যায় বেড়ে। তবে খেয়াল রাখবেন বুদ্ধি মূর্তি যেন আপনার দিকে মুখ করে থাকে। এমনটা করলে আরও বেশি মাত্রায় উপকার পাওয়া যায়। 

৩. অফিসে বুদ্ধ মূর্তি রাখতে ভুলবেন না: অফিস ডেস্কে ছোট একটা বুদ্ধি মূর্তি রাখলে কর্মক্ষেত্রে চুরান্ত সফলতা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সেই সঙ্গে অর্থনাতিক উন্নতি লাভের সম্ভাবনা এতটা বেড়ে যায় যে বড় লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। আসলে গৌতম বুদ্ধ হলেন সর্বশক্তির আধার। তাই তো তাঁর মূর্তি অফিস ডেস্কে রাখলে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে। ফলে যে কোনও বাঁধা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় কমে।

৪. বাগানে কি বুদ্ধের মূর্তি রাখা যেতে পারে? অবশ্যই রাখতে পারেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাগানের এক কোনে বুদ্ধদেবকে স্থাপন করলে সেই অংশে শুভ শক্তির প্রভাব বাড়তে থাকে। ফলে মন তো শান্ত হয়ই, সেই সঙ্গে স্ট্রেস লেভেলও কমতে থাকে। আর এমনটা হলে জীবনের প্রতিটি মুহূর্ত যে সুন্দর হয়ে ওঠে, তা কি আর বলার অপেক্ষা রাখে। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে বাগানে রাখা বুদ্ধ মূর্তির সামনে বসে প্রতিদিন কিছু সময় ওম মন্ত্র জপ করলে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে থাকে যে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। এবার বুঝেছেন তো বাড়িতে বুদ্ধ মূর্তি রাখাটা কতটা উপকারের।

৫. ঠাকুর ঘরের বুদ্ধ মূর্তি: পুজোর ঘরে বুদ্ধ মূর্তি রাখা বেজায় শুভ লক্ষণ। কারণ যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে বুদ্ধ মূর্তি যেখানেই রাখা হয়, সেখানে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে। আর পুজোর ঘরে শুভ শক্তির বিকাশ ঘটলে গৃহস্থের অন্দরে দুঃখের প্রবেশ আটকে যায়। ফলে সুখ-শান্তির ঝাঁপি তো কখনও খালি হয়ই না, উল্টে আনন্দের পরিবেশ ভরে ওঠে বাড়ি প্রতিটি কোনা। প্রসঙ্গত, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। কী বিষয়? ঠাকুর ঘরে রাখা বুদ্ধ মূর্তির উচ্চতা এমন হতে হবে যাতে তা আপনার আই লেভেলে থাকে। বাড়িতে রাখা বুদ্ধ মূর্তির উচ্চতা কতটা হওয়া উচিত? ফেং শুই এক্সপার্ট এবং বাস্তু বিশেষজ্ঞদের মতে বুদ্ধ মূর্তি যত বড় হবে, ততই ভাল। তাই বাড়ির জন্য় এবার থেকে বুদ্ধ মূর্তি কেনার সময় উচ্চতা নিয়ে আর কোনও চিন্তা করার প্রয়োজন নেই! পকেট যদি সঙ্গ দেয়, তাহলে প্রমাণ সাইজের মূর্তি কিনে এনে বাড়িতে রাখবেন। দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে।

Related Posts

Leave a Reply