কলকাতা টাইমস :
বাচ্চাদের মানুষ করা সকল পিতামাতাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তাদের ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবকিছুর ওপর নজর রাখতে হয়। কিন্তু কখনো কখনো অভিভাবকরা ছোট ছোট জিনিস উপেক্ষা করে ফেলেন। যার ফলে শিশুদের সমস্যার সম্মুখীন হতে হয়। এরই মধ্যে অন্তর্ভুক্ত হলো শিশুদের এইভাবে বসা।
ছবিটে যে ভাবে বাচ্চাটি বসে আছে তাকে ‘W’ সিটিং বলা হয়। শিশুরা এমনভাবে তাদের পা বেঁকিয়ে বসে যে সেটা দেখতে ইংরাজী অক্ষর ‘W’ -র মতো লাগে। বহু বাচ্চাদের মধ্যে এইভাবে বসার অভ্যাস রয়েছে। অভিভাবকরা এটা তাদের শৈলী বুঝে উপেক্ষা করে।
কিন্তু এই ভাবে বসা তাদের জন্য খুব বিপজ্জনক হতে পারে। যদি আপনার আশেপাশে কোনও বাচ্চা এইভাবে বসে তাহলে তাকে পা সোজা করে বসান। এইভাবে বসার ফলে পরবর্তীকালে বাচ্চাদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়।
‘W’ সিটিং বসা শিশুদের জন্য খুবই বিপজ্জনক। এর ফলে শিশুদের নিতম্ব, হাঁটু এবং গোড়ালির ওপর চাপ পড়ে। উপরন্তু, যে সমস্ত বাচ্চারা এইভাবে বসে তাদের মধ্যে পরবর্তীকালে মেরুদণ্ডগত সমস্যা দেখা দেয়। শিশুদের মধ্যে হাড়ের সমস্যাও দেখা দেয়।
যদি কোনও বাচ্চাকে এইভাবে বসে থাকতে দেখেন তাহলে তাদের পা সোজা করে দিয়ে বসান। অভিভাবকদেরও বাচ্চাদের ওপর নজর রাখা উচিত।