November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম

এই থেমে যাওয়া সময়েই আপনার এই ঘোর বিপদ..

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
নেকের বাড়িতেই দেখা যায় বহু পুরোনো কোনো ঘড়ি রয়েছে কিন্তু বন্ধ। আবার ঘড়িতে ব্যাটারি ভরা হয় না ফলে বন্ধ রয়েছে বহুদিন। যদি রেখে থাকেন তাহলে এখুনি সরিয়ে দিন। ভারতীয় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বন্ধ ঘড়ি একদমই বাড়িতে রাখা উচিৎ নয়। এটি গৃহস্থের পক্ষে অমঙ্গলের। বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে অনেক রকমের ক্ষতি হতে পারে।

কোনও মানুষই চাননা তাঁর সময় থেমে যাক। বন্ধ ঘড়িই আসলে থেমে যাওয়া সময়কেই মনে করিয়ে দেয়। বন্ধ ঘড়ি বাড়িতে রাখলে হতে পারে আর্থিক সমস্যা। সংসারে অভাব অনটন আসে শুধুমাত্র আর্থিক সমস্যা থেকেই। জীবনের অন্য নাম গতি, যা কিছু খারাপ তাই থেমে যায় একটা সময় পরে। সংসারে আর্থিক সমস্যা বা অভাব অনটন থেকেই শুরু হয়ে থাকে অশান্তি, দাম্পত্য কলহ। তাই সব সময়ে সৌভাগ্য বজায় রাখতে বন্ধ ঘড়ি এখুনি যদি ঘরে থেকে থাকে আজই বিদায় জানিয়ে দিন।

বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কঠিন বা জটিল রোগ হতে পারে। আসতে পারে একাধিক জটিল পরিস্থিতি। হওয়া কাজ বাধাপ্রাপ্ত হবে। ভালো থাকতে ও ভালো রাখতে বাড়িতে যদি বন্ধ ঘড়ি থাকে একদমই রাখবেন না। আজই বন্ধ ঘড়িকে বলুন টাটা বাইবাই।

Related Posts

Leave a Reply