বাইবেল এবং পিরামিড নিয়েও একসময় গবেষণা চালিয়েছিলেন আইজ্যাক নিউটন !
কলকাতা টাইমসঃ
স্যার আইজ্যাক নিউটন। আলাদা করে পরিচয়ের দরকার নেই। পদার্থবিদ্যার ইতিহাসে প্রবাদপ্রতিম হিসেবেই চিরদিন তাকে মনে রাখবে পৃথিবী। মূলত, গতি তত্ত্ব এবং মাধ্যাকর্ষণ নিয়ে জীবনভর কাজ করে গেলেও সম্প্রতি তার কিছু গোপন আগ্রহের বিষয় সামনে এসেছে। নিউটনের মৃত্যুর প্রায় ২০০ বছর পর যা চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানী মহলে।
জানা যাচ্ছে, এক সময় নিউটন বাইবেল নিয়েও গবেষণা চালানোর চেষ্টা করেছিলেন। একই সঙ্গে তার অপ্রকাশিত কিছু নোটের মাধ্যমে জানা গেছে, তিনি মিশরের পিরামিডের রহস্য উন্মোচনের ব্যাপার নিয়েও নাড়াচাড়া শুরু করেছিলেন। সম্প্রতি নিউটনের হাতে লেখা তিনটি ডাইরির পৃষ্ঠা সামনে আসতেই প্রকাশ্যে এসেছে এই তথ্য।