কপিলদেবের রেকর্ড ভেঙে নতুন নজির ইশান্ত শর্মার
কলকাতা টাইমসঃ
শুধু ঋষভ পন্থই নন আরো এক ভারতীয় ক্রিকেটার নতুন রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। ম্যাচের তৃতীয় দিনে নতুন রেকর্ডের মালিক হয়েছেন ইশান্ত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪৭ তম ওভারে হ্যামিলটনের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই নতুন এই রেকর্ডের মালিক হন তিনি।
একই সঙ্গে ভেঙে দেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের রেকর্ড। সেটি হলো, টেস্ট ক্রিকেটে কোনো ভারতীয় বোলার হিসেবে এশিয়ার বাইরে ১৫৬তম উইকেটের মালিক হলেন ইশান্ত। ভারতীয়দের মধ্যেই এটিই সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড দখলে রেখেছিলেন কপিলদেব। এশিয়ার বাইরে ১৫৫টি উইকেট পেয়েছিলেন তিনি।