November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভারতীয় বিমান হামলায় নিহত আইএসআই কর্নেল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বার এক ইতালি সাংবাদিকের প্রতিবেদনে উঠে এলো বালাকোটে বিমান হানার চাঞ্চল্যকর তথ্য। ওই হামলায় নিহতদের মধ্যে ছিল এক আইএসআই কর্নেল ওরফে জইশের অন্যতম ট্রেনার।

এই ইতালিয় সাংবাদিকের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, সেখানে বেশ কিছু জঙ্গির মৃত্যু হয়েছিল। এবার ওই সাংবাদিক নিশ্চিৎ করলেন ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর এক কর্নেলের মৃত্যু হয়েছে। ইতালিও সাংবাদিক ফ্রানচেসকো মারিনো নিজের প্রতিবেদনে লিখেছেন, ভারতের এয়ারস্ট্রাইক বালাকোটে ১২ জন এমন ব্যক্তিকে হত্যা করেছে যারা পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। জইশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রাক্তন আইএসআই এজেন্ট, প্রাক্তন পাক সেনারা এই হামলায় নিহত হয়েছে।

খবর, আইএসআই অফিসার সালিম কারি এবং জইশ ট্রেনার মৌলানা মইনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছর ধরে জইশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কর্নেল কারির। আফগানিস্তান ও ভারতের বিভিন্ন আপারেশন চালাতে নাকি সাহায্য করতেন এই অফিসার।

১৫ বছর আগে বালাকোটে জইশের ঘাঁটির মানচিত্র তৈরি করেছিল ‘র’-এর প্রাক্তন অফিসার অমর ভূষণ। তিনি জানিয়েছেন, ওই ক্যাম্প জঙ্গিশূন্য হতেই পারে না। তাই এয়ার স্ট্রাইকের সময় সেখানে কেউ ছিল না, এই তত্ত্ব ভুল বলেই মনে করছেন তিনি।

ISI Colonel killed in Indian air strike!  

ISI Colonel, killed, Indian air strike

কলকাতা টাইমসঃ এবার এক ইতালি সাংবাদিকের প্রতিবেদনে উঠে এলো বালাকোটে বিমান হানার চাঞ্চল্যকর তথ্য। ওই হামলায় নিহতদের মধ্যে ছিল এক আইএসআই কর্নেল ওরফে জইশের অন্যতম ট্রেনার।

এই ইতালিয় সাংবাদিকের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, সেখানে বেশ কিছু জঙ্গির মৃত্যু হয়েছিল। এবার ওই সাংবাদিক নিশ্চিৎ করলেন ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর এক কর্নেলের মৃত্যু হয়েছে। ইতালিও সাংবাদিক ফ্রানচেসকো মারিনো নিজের প্রতিবেদনে লিখেছেন, ভারতের এয়ারস্ট্রাইক বালাকোটে ১২ জন এমন ব্যক্তিকে হত্যা করেছে যারা পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। জইশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রাক্তন আইএসআই এজেন্ট, প্রাক্তন পাক সেনারা এই হামলায় নিহত হয়েছে।

খবর, আইএসআই অফিসার সালিম কারি এবং জইশ ট্রেনার মৌলানা মইনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছর ধরে জইশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কর্নেল কারির। আফগানিস্তান ও ভারতের বিভিন্ন আপারেশন চালাতে নাকি সাহায্য করতেন এই অফিসার।

১৫ বছর আগে বালাকোটে জইশের ঘাঁটির মানচিত্র তৈরি করেছিল ‘র’-এর প্রাক্তন অফিসার অমর ভূষণ। তিনি জানিয়েছেন, ওই ক্যাম্প জঙ্গিশূন্য হতেই পারে না। তাই এয়ার স্ট্রাইকের সময় সেখানে কেউ ছিল না, এই তত্ত্ব ভুল বলেই মনে করছেন তিনি।

Related Posts

Leave a Reply