যে কোনো মুহূর্তে কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালাতে পারে আইসিস !
কলকাতা টাইমসঃ
যে কোনো মুহূর্তে কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালাতে পারে আইসিস। এমনই সতর্কবার্তা জারি করে মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে পেন্টাগনের তরফে।আফগানিস্তান ছেড়ে পালাতে চেয়ে বর্তমানে কাবুলের হামিদ হারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। জানা যাচ্ছে, বেশ কয়েক হাজার আমেরিকান এবং আফগান বাসিন্দা বিমানবন্দর এলাকায় অপেক্ষা করছেন।
কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এক সতর্ক বার্তায় বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মার্কিন নাগরিকদের বিমানবন্দর এবং সংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’ পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, প্রায় ১৫ হাজার আমেরিকান বর্তমানে আফগানিস্তানে রয়েছেন, এছাড়াও প্রায় ৫০ হাজার আফগানিস্তানীকেও অন্যত্র সরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আফগানী নাগরিকদের পরিবারের সদস্যরা গত ২০ বছর ধরে মার্কিন বাহিনীকে বিভিন্ন রকম সহায়তা করে এসেছে।