নওয়াজের বিচারে আইএসআইয়ের হাত! বিচারপতির এই বক্তব্যের প্রেক্ষিতে তদন্ত চাইলো পাকিস্তান সেনাবাহিনী
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সে দেশের বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে। ইসলামাবাদ হাইকোর্টের এক বিচারপতির এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ জানালো পাক সেনাবাহিনী।
রবিবার এক বিবৃতি প্রকাশ করে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি গোয়েন্দা সংস্থাকে অভিযুক্ত করে যে বক্তব্য রেখেছেন তার যথার্থতা যাচাই করার জন্য সুপ্রিমকোর্টকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার এরইমধ্যে বিচারপতি সিদ্দিকির বক্তব্যের হলফনামা চেয়ে পাঠিয়েছেন। শনিবার সিদ্দিকি অভিযোগ করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিচারসহ আরও কিছু মামলার শুনানিতে আইএসআই হস্তক্ষেপ করেছে।
তিনি আরও দাবি করেন, আইএসআই তাকে বলেছে, তিনি যেন নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম ও তার স্বামীকে অন্তত ২৫ জুলাই পর্যন্ত কারাগারে রাখার ব্যবস্থা করেন। ওই দিন পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনকে সামনে রেখে দেশে ফেরার পর গত ১৩ জুলাই বিমানবন্দর থেকে নওয়াজ শরীফ ও তার মেয়েকে গ্রেফতার করা হয়। বিচারপতি সিদ্দিকি আরো দাবি করেছেন, আইএসআই তাকে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রলোভনও দেখিয়েছে।