December 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিদ্রোহ, ৪৫০  বোমার হামলা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিবার থেকে এখনও পর্যন্ত সিরিয়ার ওপর মোট ৪৫০টির বেশি হামলা করেছে ইজরায়েলের বিমানবাহিনী। এক বিবৃতিতে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস , আইডিএফ জানিয়েছে, সিরিয়ার দামাস্কাস, হোমস, টারতুস, লাতাকিয়া ও পালমিরায়ের বিমানঘাঁটি, জেট-বিধ্বংসী ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং অস্ত্র উৎপাদনের কেন্দ্রগুলোতে ৩৫০টি হামলা চালানো হয়েছে। নিশানা করা হয়েছিল নৌঘাঁটিগুলোতেও। সব মিলিয়ে ১৫টি যুদ্ধজাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই দেশটিতে বিদ্রোহীদের হাতে পতন ঘটেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বদলেছে সরকার। পরিস্থিতি এখনও টালমাটাল কিন্তু তা সত্ত্বেও  ইজরায়েলকে ঠেকাতে লড়াই করে চলছে  সিরিয়া।

সিরিয়ায় ভয়ঙ্কর গৃহযুদ্ধের শুরু গত ২৬ নভেম্বর থেকে। অবশেষে ৮ ডিসেম্বর রবিবার বিদ্রোহীদের কাছে নতি স্বীকার করে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন গদিচ্যুত প্রেসিডেন্ট আসাদ। আর এরপরই রবিবার রাত থেকে সিরিয়ায় আক্রমণ শানাতে শুরু করে ইজরায়েল। দামাস্কাস থেকে শুরু করে হোমসের মতো বড়বড় শহরের সেনাঘাঁটিগুলোকে নিশানা করে তারা।

আইডিএফের দাবি, সিরিয়ার সামরিক পরিকাঠামোগুলোকে একেবারে গুঁড়িয়ে দেওয়াই ইজরায়েলের উদ্দেশ্য। কারণ সেখান থেকে কার্যকলাপ চালাচ্ছে ইরানের সেনা। সিরিয়ার অস্ত্র কারখানায় তৈরি হাতিয়ারগুলোকে ইজরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে তেহরান জানিয়ে দিয়েছে, সিরিয়ায় এখন কোনও ইরানি সেনা মোতায়েন নেই।

Related Posts

Leave a Reply