এমন ভয়ংকর রকেট হামলার মুখে আগে কখনো পরেনি ইজরায়েল
কলকাতা টাইমসঃ
এমন ভয়ংকর রকেট হামলার মুখে কখনো পড়তে হয়নি ইজরায়েলকে। প্যালেস্তাইনের তরফ থেকে এমন এমন ঝাঁকে ঝাঁকে হাজার হাজার রকেট উড়ে আসবে তা কখনো স্বপ্নেও ভাবেনি ইজরায়েলি সেনা কর্তারা। মাত্র ৭ দিনে এখনও পর্যন্ত গাজা থেকে প্রায় ৩ হাজার রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। এই সংখ্যাটি ২০১৯ এবং ২০০৬ সালে হামাসের সঙ্গে যুদ্ধের থেকেও বেশি।
ইজরায়েলের সেনাবাহিনীর তথ্য বলছে, ২০১৯ সালের নভেম্বরে প্যালিস্তিনের সঙ্গে একবার সংঘাতে জড়ায় ইজরায়েল। তখন তিন দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মোট ৫৭০টি রকেট ছোড়ে হামাস। ২০০৬ সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায় ইজরায়েল। ওই যুদ্ধে ১৯ দিনে হিজবুল্লাহ প্রায় ৪,৫০০ রকেট নিক্ষেপ করে ইজরায়েল লক্ষ করে।