November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

হামাসের হামলা ঠেকাতে বিশ্বে প্রথম গভীর সমুদ্রে ব্যারিকেড তৈরী করছে ইসরায়েল !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

হামাসকে আটকাতে গাজা সীমান্তে সাগরের তলদেশে ব্যারিকেড নির্মাণ করছে ইসরায়েল। সাগরের তলদেশ দিয়ে নির্মিত ব্যারিকেডটি দক্ষিণ ইসরায়েলের ‘জিকিম’ থেকে ভূমধ্যসাগর পর্যন্ত প্রসারিত হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে।

তিন স্তরবিশিষ্ট ব্যারিকেডটির প্রথম স্তরটি সাগরের তলদেশে, দ্বিতীয় স্তরটি অস্ত্রসজ্জিত পাথরের এবং তৃতীয়টি স্তরটি ঢিবি আকারের বলে জানা গেছে। এই ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান জানান, ‘গোটা বিশ্বে এই ধরনের ব্যারিকেড এটাই প্রথম; যা কার্যকরভাবে সমুদ্রের মাধ্যমে ইসরায়েলে অনুপ্রবেশের সম্ভাবনাকে অবরুদ্ধ করবে এবং হামাসের কৌশলগত সক্ষমতাকে ব্যর্থ করবে।’

ইসরায়েলের দাবি, ২০১৪ সালে হামাসের পাঁচ নৌকমান্ডো ‘অস্ত্র ও বিস্ফোরক’ নিয়ে ইসরায়েলের জিকিমে যাওয়ার চেষ্টা করে। তাদের এই ধরনের প্রচেষ্টা রুখতেই এই ব্যারিকেড নির্মাণ করা হচ্ছে। চলতি বছরের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে ইসরায়েল।


Related Posts

Leave a Reply