ইউক্রেনকে অস্ত্র বিক্রি করতে রাজি নয় ইসরায়েল

কলকাতা টাইমসঃ
ইউক্রেনকে অস্ত্র বিক্রি করতে রাজি নয় ইসরায়েল। রাজধানী কিভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে লাগাতার রুশ হামলার মুখে পরে সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র সাহায্য চায়। পত্রপাঠ তা নাকচ করে দেয় ইসরায়েল। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এই তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত ইরানের কামিকাজে ড্রোন দিয়ে রাশিয়া লাগাতার হামলা চালাচ্ছে ইউক্রেনে। যদিও রাশিয়াকে অস্ত্র বিক্রির কথা অস্বীকার করেছে ইরান। সেই হামলা রুখতে ইসরায়েলের অস্ত্র অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল। যে কারণে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে উদ্যত হয় ইউক্রেন। জানা যাচ্ছে, আজ বুধবার ইউরোপীয় দূতের সঙ্গে সাক্ষাতের সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ইউক্রেন, ন্যাটো এবং পশ্চিমাদের প্রতি ইসরায়েলের সমর্থন থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনকে অস্ত্র বিক্রি করতে অপারগ তারা।