সেদিনের ইসরায়েল এখন অস্ত্র বিক্রি করছে আমেরিকাকে !
কলকাতা টাইমসঃ
সেদিনের ইসরায়েল এখন অস্ত্র বিক্রি করছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাকে! জানা যাচ্ছে, সম্প্রতি অত্যাধুনিক প্রযুক্তির দু’টি আয়রন ডোম মিসাইল ডিফেন্স রাডার ইসরায়েলের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে কিনেছে পেন্টাগন। আরও কিছু সামরিক অস্ত্র আগামী বছরের ফেরুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরবরাহ করার কথা রয়েছে ইসরায়েলের।
গত আগস্টে পেন্টাগনের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি করে ইসরায়েল। মাত্র সোয়া দু’মাসের মধ্যেই ২টি মাল্টি-মিশন রাডার (এমএমআর)মার্কিন সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা (ইলটিএ) অত্যাধুনিক এই মিসাইল তৈরি করেছে।