গাজা যুদ্ধে চূড়ান্ত ব্যর্থ ইসরায়েল
কলকাতা টাইমসঃ
গাজা যুদ্ধে চূড়ান্ত ব্যর্থ ইসরায়েল। লক্ষ্যহীন এই যুদ্ধের তীব্র সমালোচনা করে এমনই মন্তব্য করেছে ইসরায়েলের প্রথম সারির দৈনিক ‘হারেৎস’। পত্রিকাটির দাবি, এই যুদ্ধে ইসরেয়েলের সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে।পত্রিকাটির সম্পাদকের মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত প্রয়োজন। খুঁজে দেখা উচিত কি কারণে এই শোচনীয় ব্যর্থতা ?
পত্রিকাটির সম্পাদক আলুফ বেন বলেন, এই যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর দুর্বলতা, অদক্ষতা এবং মন্ত্রিসভার অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে। অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধবিরতির পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও লিখেছেন, বস্তুত এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। তাঁর মতে, লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ অনেক বেশি তিক্ত।