দীর্ঘ যুদ্ধে ক্লান্ত ইসরায়েল এবার পতনের মুখে দাঁড়িয়ে
কলকাতা টাইমসঃ
দীর্ঘ যুদ্ধে ক্লান্ত ইসরায়েল এবার পতনের মুখে দাঁড়িয়ে। এমনটাই মনে করেন ইসরায়েলের কমান্ডার মেজর জেনারেল ইৎজাক ব্রিক। তার মতে, বহুসংখ্যক ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত নয় ইসরায়েলি সেনারা।
তিনি বলেন, যদি বহুসংখ্যক ফ্রন্টে লড়াই শুরু হয় তাহলে ইসরায়েলি বাহিনী সম্ভবত ভেঙে পড়বে। ইসরেয়েলের সামরিক বাহিনীর দুর্বলতা এই মুহূর্তে বাস্তবিক যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
মেজর জেনারেল ব্রিক বলেন, ভবিষ্যৎ যুদ্ধর অভিজ্ঞতা ইসরায়েল সরকারের নেই।তার মতে, একটি নতুন যুদ্ধ আমাদেরকে বহু বছর পেছনে ফিরিয়ে নিয়ে যাবে।