ইসরায়েলি সেনার হত্যালীলার বলি ৮ মাসের শিশু !
নিউজ ডেস্কঃ
গাজা সীমান্তে ইসরায়েলি সেনার হত্যালীলার ঘটনায় ৮ মাসের শিশুটিও রেহাই পেল না! এক প্যালিস্তিনি মা প্রাণহীন শিশুকন্যাকে বুকে নিয়ে অঝোরে কাঁদছিলেন। ইসরায়েলি সেনাদের কাঁদানে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায় শিশুটি।
জানা যায়, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত নিরপরাধ প্যালিস্তিনিদের মধ্যে ১৬ বছরের কম বয়সী ৮ শিশুও রয়েছে। যাদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল এই লাইলার। শিশুটি সবে আট মাসে পা দিয়েছিল। এদিকে, গতকাল মঙ্গলবার জাতিসংঘের এই ঘটনার জন্য নিন্দা প্রস্তাব পেশ করেছে রাশিয়া ও চীন। তাছাড়া, এই হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এই ব্যাপারে প্যালিস্তিনি কর্তারা বলছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে নিয়ে যাওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে প্যালিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গত কয়েক সপ্তাহ ধরেই গাজা-ইসরায়েল সীমান্তে প্যালিস্তিনিদের বিক্ষোভ চলছে। তবে আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। কিন্তু ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা করেছে।