নির্বাচনের বৈতরণী পার হতে মোদিই ভরসা ইসরায়েলের প্রধানমন্ত্রীর!
কলকাতা টাইমসঃ
নির্বাচনের বৈতরণী পার হতে মোদিই ভরসা ইসরায়েলের প্রধানমন্ত্রীর! আশ্চর্য মনে হলেও এটাই সত্যি। নির্বাচনে জিততে কিছু রাষ্ট্রপ্রধানকে বেছে নিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যার মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম।
ইসরায়েলের সাংবাদিক আমিচাই স্টেইন সম্প্রতি কয়েকটি ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নির্বাচনের ব্যানারে মোদির সঙ্গে নেতানিয়াহুর ছবি দিয়ে প্রচার করছে তার দল লিকুড পার্টি। মোদি ছাড়াও রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও। তবে সেদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, ইসরায়েল এখন ভারতের সমকক্ষ সেটা বোঝাতেই এই ছবির ব্যবহার। প্রসঙ্গত আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলে নির্বাচন।