January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

ইতিহাস গড়ে ৩৬টি স্যাটেলাইটে নিয়ে মহাকাশে ইসরোর রকেট

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ভারতীয় স্পেস অঅর্গানাইজেশনের মুকুটে জুড়ল নয়া পালক। ঘড়ির কাঁটা তখন সবেমাত্র বারোটা পেরিয়েছে। মধ্যরাত, দেশের অর্ধেকের বেশি মানুষ তখন ঘুমে আচ্ছন্ন। সেই সময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় উত্তেজনায় কাঁপছে দেশের বিজ্ঞানীরা। ঠিক রাত ১২:০৭ মিনিটে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারী বাণিজ্যিক রকেট !

এই উপগ্রহের নাম LVM3-M2/OneWeb India-1। পাঁচ হাজার সাত’শ ছিয়ানব্বই কেজির পে লোড নিয়ে মহাকাশ পাড়ি দিয়ে ইতিহাস লিখল এই রকেট। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে এই উৎক্ষেপণ সফল হয়েছে।

কী করবে এই রকেট? মহাকাশের খুঁটিনাটি তথ্য পৌঁছে যাবে ইসরোর অন্দরে। ফলে ভবিষ্যতে গবেষণায় ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। এই রকেট দৈর্ঘ্যে সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন। এছাড়াও এই রকেটের লো আর্থ অরবিটে আট টন পর্যন্ত পে-লোড বহন করার ক্ষমতা রয়েছে।

Related Posts

Leave a Reply