February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম সফর

ভুতুড়ে নাকি অলৌকিক! এখানে তেল ছাড়াই গাড়ি নিজেই পাহাড়ে ওঠে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পৃথিবীতে এমন কিছু অলৌকিক স্থান রয়েছে যেগুলো নিজে চোখে না দেখলে বিশ্বাসই হবে না।পৃথিবীময় আশ্চর্য স্থান গুলোর মধ্যে এমন একটি স্থান রয়েছে যেখানে ইঞ্জিন বন্ধ রেখে গাড়ি চালানো যায়। তার মানে সেই স্থানে গাড়ি চালাতে সামান্য পরিমাণও জ্বালানীর প্রয়োজন হয় না।

মূলত ওই স্থানকে ‘ওয়াদে-বাইদা’ বা ‘ওয়াদে-জ্বীন’ বলা হয়। এটা মদীনা থেকে ৪৫-৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়ে ইঞ্জিন স্টার্ট করা ছাড়াই গাড়ি চলতে থাকে। আপনি মদিনা থেকে রওয়ানা হয়ে এই পাহাড়ে পৌঁছে যদি আপনার গাড়ির স্টার্ট বন্ধ করে দেন, তাহলে দেখবেন গাড়ি নিজেই নিজেই মদীনার দিকে যাচ্ছে। অথচ, মদীনা উঁচুর দিকে অবস্থিত আর ওয়াদে-বাইদা নিচের দিকে অবস্থিত। মাধ্যাকর্ষণের সূত্র অনুযায়ী গাড়ির যাওয়া উচিত ছিলো ওয়াদে বাইদার দিকে, কিন্তু তা না হয়ে গাড়ি যায় মদীনার দিকে অর্থাৎ উল্টোদিকে! আবার, আপনি যখন ওয়াদে-বাইদা থেকে মদীনার দিকে যেতে থাকবেন, আপনার গাড়ির গিয়ার নিউট্রাল করে যদি এক্সেলেরেটর নাও চাপেন, দেখবেন গাড়ি ১২০/১৩০ কিমি বেগে চলছে।

কেউ বলে এটা মদীনার প্রতি একটা টান, টান শুধু হৃদয়ের ভিতরেই অনুভূত হয় না, তা বস্তু জগতেও দেখা যায়। বিজ্ঞানমনষ্করা বলে এটা একটা প্রাকৃতিক ঘটনামাত্র, এক ধরনের অপটিকাল ইলিউশন যাকে ‘ম্যাগনেটিক হিল’ বা ‘গ্র্যাভিটি হিল’ বলে।

Related Posts

Leave a Reply