এই স্কুলের ছাত্রীদের চুল ডাই করা বাধ্যতামূলক, নাহলে …
কলকাতা টাইমস :
জাপানের স্কুলছাত্রীদের চুল ডাই করা বাধ্যতামূলক! তবে তা সব রংয়ের চুলের ছাত্রীদের জন্য নয়। যাদের চুলের রং ঠিক কালো নয়, তাদের চুল কালো করতে হয়। এমনই অভিযোগ করেছে এক ছাত্রী।
ছাত্রীর অভিযোগ, তাদের স্কুলের কর্তৃপক্ষ তাকে চুল কালো করার জন্য বাধ্য করে। কারণ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল, বাদামি চুল থাকলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে।
১৮ বছর বয়সী সে জাপানি ছাত্রীর অভিযোগ চুল কালো করার জন্য তাকে ডাই করতে হয়েছে। আর এতে তার চুলের ও মাথার ত্বকের ক্ষতি হয়েছে। এ কারণে তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন, যার অংক ১৯,৩০০ ডলার।
তবে স্কুল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, তাদের স্কুলে চুল কালো রাখার নিয়ম আছে এটা সত্য। তবে এ নিয়মের উদ্দেশ্য হলো, কেউ যেন তাদের চুল ডাই করে অন্য কোনো রংয়ে না রাঙায়।
সে ছাত্রীর মা জানিয়েছেন, তার চুলের রং জন্ম থেকেই কিছুটা বাদামি। আর এটি স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের কঠোর নিয়মের কারণে তার চুল কালো করতে হয়েছে।