রেস্তোরায় খেতে গিয়ে বোকা বোকা প্রশ্ন করায় জরিমানা !
কলকাতা টাইমসঃ
রেস্তোরায় খেতে গিয়ে বোকা বোকা প্রশ্ন করায় জরিমানা দিতে হলো এক ব্যক্তিকে। খাবারের বিলের সঙ্গেই তাকে মিটিয়ে দিতে হলো সেই জরিমানার অঙ্ক। যদিও ইনটেলিজেন্ট প্রশ্নের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা আছে কিনা তা জানা যায়নি। এবং কি ধরণের বোকা টাইপের প্রশ্ন করা হয়েছে তও জানা যায়নি। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে আমেরিকার ডেনভারের একটি রেস্তোরাঁতে।
রেস্তোরার বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।ডেনভারের ‘টমস ডিনার’ নামের ওই রেস্তোরাঁতে সম্প্রতি খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। খাওয়াদাওয়ার পর বিল দেখে চমকে গিয়েছেন তিনি। বিলে উল্যেখ করা রয়েছে, একটি বোকা প্রশ্নের জন্য তাকে ৩৮ সেন্ট বেশি পে করতে হচ্ছে। ১৯৯৯ থেকেই ওই রেস্তোরাঁতে এই প্রথা চলে আসছে বলে জানিয়েছেন সেখানকার জেনারেল ম্যানেজার হান্টার ল্যান্ড্রি।