January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

সচিনের জীবদ্বশায় যে বিশ্বকাপ রেকর্ডগুলো ভাঙ্গা অসম্ভব 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

গামী মাসেই শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। আর বিশ্বকাপ মানেই রেকর্ডের বন্যা। রেকর্ড মানেই ভারতের অবধারিত ভাবে আসবে ভারতের লিটিল মাস্টার শচীন তেন্ডুলকারের নাম। মাত্র ১৯ বছর বয়সে ১৯৯২ বিশ্বকাপে প্রথমবার অংশ নেন তিনি। ২০১১ বিশ্বকাপেই শেষ ম্যাচ খেলেন।খেলেছেন মোট ৬ টি বিশ্বকাপ।

অসংখ্য রেকর্ডের মাঝে বিশ্বকাপেই সচিনের এমন কিছু রেকর্ড রয়েছে যেগুলো ভাঙ্গা কার্যত অসম্ভব। সেগুলোই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

ইনিংস : মোট ৬ টি বিশ্বকাপে ভারতের হয়ে সচিন খেলেছেন ৪৪ টি ইনিংস। এই ক্ষেত্রে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। বিশ্বকাপে যিনি অস্ট্রেলিয়ার হয়ে ৪২টি ইনিংস খেলেছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ২৬ ইনিংস রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।

৫০ :  ১৫টি হাফ সেঞ্চুরি এবং ৬টি সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বকাপে সচিনের পঞ্চাশোর্ধ ইনিংসের সংখ্যা ২১ টি। বিশ্বকাপে মাত্র ১২টি পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। বর্তমান ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে মাত্র ৬ টি।

রান : বিশ্বকাপে ২ হাজারেরও বেশি রান করা একমাত্র ক্রিকেটার সচিন। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় এই টুর্নামেন্টে ৪৫ টি ম্যাচে তার মোট রান ২,২৭৮। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল করেছেন মাত্র ৯৪৪। সুতরাং ধারে-কাছেও কেউ নেই।

বাউন্ডারি : বিশ্বকাপে ২০০ টি’রও বেশি বাউন্ডারি মারা একমাত্র ব্যাটসম্যান শচীন তেন্ডুলকার। বিশ্বকাপে ৪৫ ম্যাচে এই মাস্টার ব্লাস্টার মোট ২৪১ টি বাউন্ডারি হাঁকিয়েছেন।  তেন্ডুলকারের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ টি বাউন্ডারি আছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেউ এখনও ন’য়ের ঘরেও পৌঁছতে পারেননি।

Related Posts

Leave a Reply