January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভিসামুক্ত ভ্রমণে সেরা পাসপোর্টওয়ালা দেশের ঠিকানায় রয়েছে এরা !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিশ্বের সব দেশের পাসপোর্ট দামি নয়। বিদেশের যে কোনো এয়ারপোর্টে গেলেই বিষয়টি বোঝা যায়। কয়েকটি দেশের পাসপোর্টধারীদের অন্যান্য দেশের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়। এমনকি আপনার যদি এসব ‘মূল্যবান’ দেশের পাসপোর্ট থাকে তাহলে বিশ্বের বহু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়।

বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যের ওপর ভিত্তি করে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ তৈরি করা হয়। এতে বিশ্বের কতগুলো দেশে ভিসামুক্ত প্রবেশ করা যায়, তা নির্ভর করে।

আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্যের ওপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়। দেখা যাচ্ছে, জাপানি পাসপোর্ট বর্তমানে সবচেয়ে দামি। এই পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৯টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারে। এর পরের অবস্থানেই রয়েছে সিঙ্গাপুর ও জার্মানি। বিশ্বের ১৮৮টি দেশে বিনা ভিসায় যাতায়াত করা যায় এই দুটি দেশের পাসপোর্ট থাকলে।

১. জাপান (১৮৯ দেশ)
২. সিঙ্গাপুর, জার্মানি (১৮৮ দেশ)
৩. ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন (১৮৭ দেশ)
৪. অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল,ইংল্যান্ড, আমেরিকা (১৮৬ দেশ)
৫. বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আয়ারল্যান্ড, সুইজার‌ল্যান্ড (১৮৫ দেশ)
৬. গ্রিস, অস্ট্রেলিয়া (১৮৩ দেশ)
৭. চেক রিপাবলিক, মালটা, নিউজিল্যান্ড (১৮২ দেশ)
৮. আইসল্যান্ড (১৮১ দেশ)
৯. হাঙ্গেরি, স্লোভেনিয়া, মালয়েশিয়া (১৮০ দেশ)
১০. লাটভিয়া, লিথুয়ানিয়া, স্লোবাকিয়া (১৭৯ দেশ)

অন্যদিকে এ তালিকায় সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান ও ইরাক, যাদের ৩০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে। এছাড়া রয়েছে সোমালিয়া ও সিরিয়া (৩২ দেশ)।

Related Posts

Leave a Reply