করোনাকালেও দশম এবং দ্বাদশের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানে
কলকাতা টাইমসঃ
করোনা পরিস্থিতির মধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলো পাকিস্তান। আগামী ২৩ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার বা এনসিওসি। কঠোরভাবে করোনা বিধিনিষেধ মেনে এই ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আসাদ উমরের নেতৃত্বে এনসিওসির এক বৈঠকে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে করোনা পরিস্থিতি এবং তার প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। তবে সিন্ধু প্রদেশে সংক্রমণ বৃদ্ধির ফলে বিশেষ সতর্কতার কথা বলা হয়।