প্রয়াত ফুটবল ঈশ্বরের নাম উৎসর্গ করা হলো ইতালির ‘সান পাওলো স্টেডিয়াম’
কলকাতা টাইমসঃ
ঈশ্বরহীন ফুটবল বিশ্ব। গতকাল বুধবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দিয়েগো আর্মান্দো মারাদোনার। এরপর বুধবারই এক টুইট বার্তায় নেপলসের মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিস সান পাওলো স্টেডিয়ামের নাম মারাদোনার নামে রাখার প্রস্তাব দেন। প্রসঙ্গত, মারাদোনার নেতৃত্বেই ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি লীগ জয়ের পর বিশ্বের দরবারে উঠে আসে ইতালির অখ্যাত ওই নগরীর নাম।
নাপোলির মালিক ও সভাপতি অরেলিও দে লরেন্টিয়াস স্টেডিয়ামের নাম, সান পাওলো-ম্যারাডোনার নামে রাখার কথা ঘোষণা করেন। দিয়েগোর মৃত্যুর খবর পাওয়ার পর তার সম্মানে গতকাল বুধবার গোটা স্টেডিয়ামটি আলোকিত করে রাখা হয়। সেখানে সমবেত হন তাদের ঈশ্বর সম তারকার অগণিত ভক্ত।